যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হলেন তুলসী গ্যাবার্ড

শপথ নিচ্ছেন তুলসী গ্যাবার্ড (বাঁয়ে)। ছবি: রয়টার্স
মার্কিন সিনেট ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে চূড়ান্ত করেছে। ৫২-৪৮ ভোটে অনুমোদন পাওয়া গ্যাবার্ডের মনোনয়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বিতর্কিত সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে, কারণ তার গোয়েন্দা বিষয়ে অভিজ্ঞতা সীমিত।
গ্যাবার্ড দেশটির ১৮টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম তদারকি করবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেবেন। সিনেটে তার পক্ষে থাকা সব ভোট রিপাবলিকানদের হলেও সিনেটর মিচ ম্যাককনেল বিরোধিতা করেছেন।
তুলসী গ্যাবার্ডের মনোনয়ন নিয়ে সমালোচনা হয়েছে তার আন্তর্জাতিক নীতির অবস্থান এবং রাশিয়া ও সিরিয়ার প্রতি সহানুভূতির কারণে। তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থক বলে সমালোচিত হয়েছেন এবং ২০১৭ সালে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের সঙ্গে সাক্ষাৎ করেন, যা বিতর্কের জন্ম দেয়।
জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর প্রতিষ্ঠিত হয় এবং এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা দায়িত্ব। সমালোচকরা আশঙ্কা করছেন, গ্যাবার্ডের নিয়োগ গোয়েন্দা তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব ফেলতে পারে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তায় প্রভাব ফেলবে। সূত্র: : রয়টার্স