Logo
Logo
×

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৬ পাকিস্তানি নিহত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩০ পিএম

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৬ পাকিস্তানি নিহত

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১৬ পাকিস্তানি নিহত ও ১০ জন নিখোঁজ বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ডুবে যাওয়া ওই নৌকায় ৬৩ জন পাকিস্তানি ছিলেন। এদের মধ্যে ৩৭ জন বেঁচে গেছেন। ইতোমধ্যে ১৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যেগুলো পাসপোর্টের ভিত্তিতে শনাক্ত করা হয়েছে। বেঁচে যাওয়া একজন হাসপাতালে ও বাকিরা পুলিশ হেফাজতে আছেন। 

ত্রিপোলিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের একটি দল স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে চলছে। প্রতি বছর বহু পাকিস্তানি ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ভূমধ্যসাগরে ঝুঁকিপূর্ণ নৌকাডুবির শিকার হন।

গত জুনেই ৭৫০ জনেরও বেশি মানুষ বহনকারী এক নৌকাডুবিতে ৩৫০ জনেরও বেশি পাকিস্তানির মৃত্যু হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন