গুয়াতেমালা সিটিতে সেতু থেকে বাস খাদে পড়ে নিহত অন্তত ৫১ জন

গুয়াতেমালা সিটিতে সোমবার ভোরে একটি বাস হাইওয়ে সেতু থেকে খাদে পড়ে অন্তত ৫১ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে শহরের দমকল বিভাগের মুখপাত্র।
বাসটি সান আগুস্তিন আকাসাগুয়াস্তলান শহর থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ব্যস্ত ওই রুটে চলার সময় এটি পুয়েন্তে বেলিস সেতু থেকে প্রায় ২০ মিটার নিচে একটি দূষিত খাদের মধ্যে পড়ে যায়।
দমকল বাহিনীর মুখপাত্র কার্লোস হার্নান্দেজ জানিয়েছেন, ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী নিহত হয়েছেন। তাদের মরদেহ দুর্ঘটনার জন্য তৈরি করা অস্থায়ী মর্গে নেওয়া হয়েছে।
দমকল বাহিনীর শেয়ার করা ছবিতে দেখা গেছে, বাসটি নোংরা পানির মধ্যে আংশিকভাবে ডুবে আছে এবং চারপাশে নিহতদের মরদেহ ছড়িয়ে রয়েছে।
গুয়াটেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং উদ্ধার কাজে সহায়তার জন্য দেশটির সেনাবাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে মোতায়েন করেছেন।
"আমি নিহতদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করছি, যারা আজ সকালে হৃদয়বিদারক সংবাদ পেয়েছেন। তাদের কষ্ট আমার কষ্ট," সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন প্রেসিডেন্ট আরেভালো। সূত্র: রয়টার্স