গুয়ান্তানামোতে কারাবন্দীদের তৃতীয় ফ্লাইট পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম শুক্রবার গুয়ান্তানামো বে আটক কেন্দ্র পরিদর্শন করেন এবং "উচ্চ-ঝুঁকির অবৈধ অভিবাসীদের" তৃতীয় ফ্লাইট পৌঁছানোর ভিডিও শেয়ার করেন।
নোম জানান, গ্যাং সদস্যদের আর যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়া হবে না। তবে কতজন অভিবাসী আনা হয়েছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ কী, সে বিষয়ে বিস্তারিত জানাননি। পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি কোনো মন্তব্য করেনি, তবে সাউথকম জানিয়েছে, বর্তমানে ৩৬ জনের বেশি বন্দি রয়েছে।
শুক্রবার অভিবাসী অধিকার গোষ্ঠীগুলি গুয়ান্তানামোতে আটক ব্যক্তিদের তথ্য ও যোগাযোগের দাবিতে ডিএইচএস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগনকে চিঠি পাঠায়। তারা গুয়ান্তানামোকে "আইনগত ব্ল্যাক হোল" হিসেবে ব্যবহারের বিরোধিতা করে এবং বন্দিদের আইনি সহায়তার দাবি জানায়।
নোম এক্স-এ জানান, গুয়ান্তানামো বে "সবচেয়ে খারাপ অবৈধ অপরাধীদের" জন্য প্রস্তুত করা হয়েছে এবং তারা সেখানে বেশি দিন থাকবে না। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে "আমেরিকাকে নিরাপদ করার জন্য" ধন্যবাদ জানান।
যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সামরিক কার্গো বিমানে ১৩ জন "উচ্চ-হুমকির" ব্যক্তি গুয়ান্তানামোতে আনা হয়। মঙ্গলবার আগত ১০ জন ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সদস্য। সূত্র: ভয়েস অব আমেরিকা
গুয়ান্তানামো বন্ধ প্রসঙ্গে:
ওবামা ও বাইডেন প্রশাসন এটি বন্ধের চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসন অভিবাসীদের আটক কেন্দ্রে রূপান্তর করে। মানবাধিকার গোষ্ঠীগুলি এর সমালোচনা করে "মানবাধিকার সংকটের" আশঙ্কা প্রকাশ করেছে।