অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলা জোরদার, অন্তঃসত্ত্বাসহ দুই নারী নিহত

অধিকৃত পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। রোববার নুর শামস শরণার্থীশিবিরে তাদের অভিযানে দুজন নারী নিহত হন; একজন আট মাসের অন্তঃসত্ত্বা।
নিহত ২৩ বছর বয়সী সোন্দস জামাল শালাবির স্বামী গুরুতর আহত হন। আরেক নারী রাহাফ ফৌয়াদ আল-আশকার (২১) নিজ বাড়িতে গুলিতে নিহত হন।
ইসরায়েলি বাহিনীর ভারী অস্ত্র ও বুলডোজার নিয়ে চালানো অভিযানে ব্যাপক গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, আহতদের দ্রুত হাসপাতালে নিতে বাধা দেয় ইসরায়েলি বাহিনী। কয়েক সপ্তাহ ধরে জেনিন, তুলকারেম ও তুবাসের শরণার্থীশিবিরে ঘন ঘন অভিযান চলছে; ইতিমধ্যে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতির পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযান ও হামলা আরও তীব্র হয়েছে।