Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ধ্বংসস্তূপের নিচে ১২ হাজার লাশ, উদ্ধারে বাধা দিচ্ছে ইসরায়েল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম

গাজায় ধ্বংসস্তূপের নিচে ১২ হাজার লাশ, উদ্ধারে বাধা দিচ্ছে ইসরায়েল

গাজার বিধ্বস্ত ঘরবাড়ির নিচে অন্তত ১২ হাজার মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে উপত্যকাটির সরকারি গণমাধ্যম অধিদপ্তর। তবে তেলআবিব এসব ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারি যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে।

গতকাল শুক্রবার গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তরের প্রধান সালামা মারুফ গাজা সিটির ব্যাপটিস্ট হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বলেন, গাজায় ভারি যন্ত্রপাতি প্রবেশ করতে না দেওয়ায় বিধ্বস্ত ভবনগুলোর নিচ থেকে লাশ বের করার কাজে বেগ পেতে হচ্ছে।

সালামা মারুফ আরও বলেন, ইসরায়েল যদি এভাবে বাধা দিয়ে যায়, তাহলে হামাসের হাতে আটক যেসব জিম্মি দখলদারদের বিমান হামলায় ঘরবাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়েছে, তাদের লাশ উদ্ধার করে হস্তান্তর করাও সম্ভব হবে না।

গাজায় ১৫ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের চালানো গণহত্যায় ৪৭ হাজার ৫৮৩ ফিলিস্তিনির নিশ্চিত মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১ লাখ ১১ হাজার ৬৩৩ ফিলিস্তিনি। হতাহতদের প্রায় ৭০ ভাগ নারী ও শিশু।

গাজায় হামাসকে ‘ধ্বংস’ করে জিম্মিদের জীবিত উদ্ধার করার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়ে গত ১৫ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়। ওই চুক্তিতে ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারি যন্ত্রপাতি প্রবেশ করতে দেওয়ার কথা থাকলেও, সেই প্রতিশ্রুতি অব্যাহতভাবে লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন