Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন আদালতের আদেশে ইউএসএআইডি কর্মীদের ছাঁটাই স্থগিত

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ পিএম

মার্কিন আদালতের আদেশে ইউএসএআইডি কর্মীদের ছাঁটাই স্থগিত

মার্কিন আদালত সাময়িকভাবে ২,৭০০ ইউএসএআইডি কর্মীকে কাজে ফেরার অনুমতি দিয়েছে, যা ট্রাম্প প্রশাসনের ছাঁটাই পরিকল্পনায় বড় ধাক্কা।  

ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ কার্ল নিকোলস শুক্রবার এক আদেশে এই ছাঁটাই স্থগিত করেন, যা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।  

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বিশ্বব্যাপী মার্কিন সহায়তা কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিত করেন, যার ফলে ইউএসএআইডির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের শ্রমিক ইউনিয়ন ও ফরেন সার্ভিস কর্মীরা আদালতে মামলা করে। 

আদালতের আদেশের ফলে ইতোমধ্যে ছাঁটাই হওয়া ৫০০ কর্মী পুনর্বহাল হয়েছেন, এবং বেতনসহ ছুটিতে থাকা ২,২০০ কর্মী কাজে ফিরতে পারবেন। এছাড়া, বিদেশে কর্মরত মানবিক সহায়তাকর্মীদেরও স্থানান্তর করতে পারবে না ট্রাম্প প্রশাসন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন