যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান দুর্ঘটনা: সবাই নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিখোঁজ বিমানটি বিধ্বস্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। এর ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন।
উদ্ধারকারীরা হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালিয়ে নোমের দক্ষিণ-পূর্বে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পান। কোস্টগার্ডের তোলা ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ ও লাশ বরফের ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।
সিনেটর লিসা মুরকোস্কি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বৈরী আবহাওয়া, জমাট বরফ ও প্রতিকূল পরিবেশ উদ্ধার প্রচেষ্টাকে কঠিন করে তুলেছে।
বেরিং এয়ারের সেসনা ক্যারাভান বিমানটি ৯ জন যাত্রী ও একজন পাইলট নিয়ে বৃহস্পতিবার বিকালে উনালাকলেট থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের এক ঘণ্টার মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কর্মকর্তারা আকস্মিক উচ্চতা ও গতি হ্রাসের তথ্য দিলেও দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত না।
আলাস্কার দুর্গম ভূখণ্ডে পরিবহনের জন্য ছোট বিমান অপরিহার্য হলেও এটি ঝুঁকিপূর্ণ।