Logo
Logo
×

আন্তর্জাতিক

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০১ পিএম

আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কারণ এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি।  

নির্বাহী আদেশে ট্রাম্প অভিযোগ করেন, আইসিসি যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে বেআইনি ও ভিত্তিহীন কার্যক্রম পরিচালনা করছে।

বিবিসি জানায়, নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকালে ট্রাম্প এই আদেশে স্বাক্ষর করেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত হেগভিত্তিক আদালতটি গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আদালত একইসঙ্গে হামাসের এক কমান্ডারের বিরুদ্ধেও পরোয়ানা জারি করে।  

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, আইসিসি হামাস ও ইসরায়েলের বিরুদ্ধে সমান ব্যবস্থা নিয়ে ‘লজ্জাজনক নীতিগত সমতা’ তৈরি করেছে। ট্রাম্পের আদেশে বলা হয়, আইসিসির পদক্ষেপ মার্কিন নাগরিকদের জন্য ‘বিপজ্জনক নজির’ সৃষ্টি করেছে।  

যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং তাদের মতে, মার্কিন নাগরিকদের বিচারে এই আদালতের কোনো এখতিয়ার নেই। হোয়াইট হাউস দাবি করে, আইসিসি ইরান ও ইসরায়েলবিরোধী গোষ্ঠীগুলোকে উপেক্ষা করে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার খর্ব করছে।  

ট্রাম্প এর আগেও আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলেন, যা বাইডেন প্রশাসন পরে তুলে নেয়। তবে সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদ নিষেধাজ্ঞার পক্ষে থাকলেও, তা সেনেটে আটকে যায়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন