কম বেতনের অভিবাসীদের তাড়িয়ে দেবে কনজারভেটিভরা

যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনোচ, যিনি তার অভিবাসন নীতির জন্য দেশটির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হয়েছেন। তার প্রস্তাব অনুযায়ী, নতুন কনজারভেটিভ নীতিতে, বেকার এবং কম বেতনের অভিবাসীরা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (ILR) পাবেন না। খবর দ্য টেলিগ্রাফের।
প্রস্তাব অনুযায়ী, বৈধভাবে যুক্তরাজ্যে আসা অভিবাসীরা ১০ বছর পর ILR-এর জন্য আবেদন করতে পারবেন, যা বর্তমান ৫ বছর আছে। এই ১০ বছরে অভিবাসীদের অবশ্যই কাজ করতে হবে এবং কোনো সরকারি সুবিধা বা সামাজিক আবাসন ব্যবহার করা যাবে না।
স্বল্প দক্ষ শ্রমিক ও ন্যূনতম মজুরিতে কাজ করা অভিবাসীরা সাধারণত ILR পাওয়ার যোগ্য হবেন না।
অবৈধ অভিবাসীরা ILR-এর জন্য আবেদন করতে পারবেন না, এমনকি শরণার্থী স্বীকৃতি পেলেও না। ভবিষ্যতে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। যারা নির্ধারিত সময়ে ILR না পেয়ে ভিসার মেয়াদ হারাবেন, তাদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হতে পারে।
কনজারভেটিভ পার্টির অবস্থান
কেমি ব্যাডেনোচ বলেন, "যুক্তরাজ্য একটি ডরমিটরি (অস্থায়ী আশ্রয়) নয়, এটি আমাদের বাড়ি। কেবল যারা প্রকৃত প্রতিশ্রুতি দেখাবে, তাদেরই নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া উচিত।"
তিনি লেবার পার্টিকে অভিযুক্ত করে বলেন, "লেবার সরকারের নীতির কারণে অভিবাসন সমস্যা আরও বাড়বে। তারা এমন আইন করছে, যা অবৈধ অভিবাসীদের থাকার সুযোগ সহজ করে দেবে।"
বর্তমান পরিস্থিতি ও পরিসংখ্যান
গত দশকে ১০ লাখের বেশি অভিবাসী যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছেন।
২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে ১ লাখ ৪৭ হাজার ৫৩ জন ILR পেয়েছেন, যার মধ্যে ৩৬% কাজের ভিসা, ২৮% পরিবার সংযুক্তি এবং ২৪% শরণার্থী হিসেবে এসেছেন।
২০২৩ সালের জুন পর্যন্ত ৯ লাখ ৬ হাজার জনের নিট অভিবাসনের রেকর্ড হয়েছে। ভবিষ্যতে ILR অনুমোদনের সংখ্যা আরও বাড়িয়ে দিতে পারে।
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস (ONS) পূর্বাভাস দিয়েছে যে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে আগামী দশ বছরে ৯৯ লাখ অভিবাসী যুক্তরাজ্যে বসবাস ও কাজ করতে আসবে।
কনজারভেটিভরা অভিবাসন নীতি আরও কঠোর করার পরিকল্পনা করেছে, বিশেষ করে নাইজেল ফারাজের রিফর্ম ইউকে পার্টির জনপ্রিয়তা বৃদ্ধির প্রতিক্রিয়ায়।
সাম্প্রতিক YouGov জরিপে, ৫৬% ব্রিটিশ নাগরিক মনে করেন, লেবার পার্টির অভিবাসন নীতি যথেষ্ট কঠোর নয়।
৮৯ জন লেবার এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে কঠোর অভিবাসন নীতি গ্রহণের জন্য চাপ দিচ্ছেন।
নতুন অভিবাসন বিধিনিষেধ
কনজারভেটিভরা বার্ষিক ভিসার সংখ্যা সীমিত রাখতে পরিকল্পনা করছে। তারা বলছে, যে অভিবাসীরা অপরাধ করবে বা ভিসার শর্ত লঙ্ঘন করবে, তাদের দেশ থেকে বের করে দেওয়া হবে।
কর্মসংস্থানের উদ্দেশ্যে আসার পর যারা কাজ না করবে বা সরকারি সুবিধা দাবি করবে, তাদের ভিসা বাতিল করা হবে।
নাগরিকত্ব প্রাপ্তির সময়সীমা বৃদ্ধি
বর্তমানে অভিবাসীরা ILR পাওয়ার ১২ মাস পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। কনজারভেটিভরা এই সময় ৫ বছর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিচ্ছে।
তবে লেবার পার্টির সীমান্ত নিরাপত্তামন্ত্রী ডেম এঞ্জেলা ঈগল বলেছেন, কনজারভেটিভরা ১৪ বছর ক্ষমতায় থাকার পরও অভিবাসন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কনজারভেটিভরা অভিবাসন ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি করেছে। লেবার সরকার এখন কনজারভেটিভদের ব্যর্থতা গুছিয়ে নেওয়ার কাজ করছে।