Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারত চায় সীমান্ত নিয়ে আগের সব সমঝোতা চুক্তি মানবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

ভারত চায় সীমান্ত নিয়ে আগের সব সমঝোতা চুক্তি মানবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অতীতে সীমান্তের বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন বাস্তবতায়ও সীমান্ত নিয়ে সেসব সমঝোতা বাংলাদেশ মানবে—এমনটাই প্রত্যাশা করে ভারত। 

বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণ ইস্যুতে লোকসভায় এক প্রশ্নের জবাবে লিখিতভাবে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এই মন্তব্য করেন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সঙ্গে দীর্ঘ ৪০৯৬.৭ কিলোমিটার দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে ভারতের। এর মধ্যে ৩২৩২.২১৮ কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়া আছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের সুরক্ষার জন্য বেড়া নির্মাণ খুবই গুরুত্বপূর্ণ। পাচার, চোরাচালান, অপরাধীদের অবাধ যাতায়াত ও আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ডের চ্যালেঞ্জ মোকাবিলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতে বেড়া খুবই উপকারী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে, সীমান্তে বেড়া নির্মাণসহ নিরাপত্তা পদক্ষেপের ক্ষেত্রে ভারত দুই সরকারের মধ্যে এবং বিএসএফ ও বিজিবির মধ্যে সম্পাদিত সব প্রোটোকল-চুক্তি মানছে।  

বাংলাদেশ সরকারকে আরও জানানো হয়েছে, ভারত সরকারের প্রত্যাশা, বাংলাদেশ আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি রাখবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-বাংলাদেশ সীমান্তের ৮৬৪ দশমিক ৪৮২ কিলোমিটার দৈর্ঘ্য এলাকায় এখনও বেড়া দেওয়া হয়নি। এর মধ্যে ১৭৪ দশমিক ৫১৪ কিলোমিটারজুড়ে বেড়া দেওয়া প্রায় অসম্ভব এমমন ফাঁকা জায়গাও রয়েছে। এছাড়া সম্ভাব্য অংশগুলিতে বেড়া দেওয়া সম্পন্ন করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এর মধ্যে রয়েছে জমি অধিগ্রহণ, বিজিবির আপত্তি, কাজ করার সীমিত সময় এবং ভূমিধস/জলাভূমি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন