Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হলেন ইয়াল জামির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম

ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হলেন ইয়াল জামির

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইয়াল জামিরকে ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন প্রধান হিসেবে মনোনীত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আজ রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল (রেজি.) ইয়াল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন। জামির লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভির স্থলাভিষিক্ত হলেন তিনি। হালেভি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুইদিন পর গত ২১ জানুয়ারি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন।

৫৯ বছর বয়সি জামির ২০২৩ সাল থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হালেভির কাছে শীর্ষ পদ হারানোর পর তিনি সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন। জামির ২০২১ সাল পর্যন্ত ডেপুটি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি গাজার জন্য নিযুক্ত সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের প্রধান ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, সাউদার্ন কমান্ডের প্রধান হিসেবে জামির গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশকারী আক্রমণাত্মক সুড়ঙ্গগুলোকে ধ্বংসের চেষ্টার নেতৃত্ব দিয়েছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন