Logo
Logo
×

আন্তর্জাতিক

আজ থেকেই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক: হোয়াইট হাউজ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১ এএম

আজ থেকেই কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক: হোয়াইট হাউজ

হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার মেক্সিকো ও কানাডার ওপর ২৫% এবং চীনের ওপর ১০% শুল্ক আরোপ করবেন। তবে তিনি আগেই বলেছিলেন, কানাডা থেকে আমদানি করা তেলের ওপর ১০%-এর কম শুল্ক আরোপ করা হবে, যা ১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ইউরোপীয় ইউনিয়নকেও ভবিষ্যতে শুল্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ ফেন্টানিল প্রবেশের কারণে মেক্সিকো ও কানাডার ওপর এ শুল্ক চাপানো হয়েছে। ট্রাম্প আবারও উল্লেখ করেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি ও অবৈধ অভিবাসন রোধে এ পদক্ষেপ জরুরি।

নির্বাচনী প্রচারণার সময় তিনি চীনা পণ্যের ওপর ৬০% শুল্কের হুমকি দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় ফিরে প্রথম দিনেই সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি। পরিবর্তে বিষয়টি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। চীন, কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার—দেশটি তাদের থেকে ৪০% পণ্য আমদানি করে। শুল্ক বৃদ্ধির ফলে এসব দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের বাজারে দাম বেড়ে যাওয়ার শঙ্কা আছে।

কানাডা ও মেক্সিকো ইতোমধ্যে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এবং সীমান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ মোকাবিলাতেও প্রস্তুতি প্রকাশ করেছে। তবে তেলে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বাড়ার আশঙ্কা আছে, যা ট্রাম্পের জনগণের জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সাবেক ব্যাংকার মার্ক কার্নে মনে করেন, এসব পদক্ষেপ বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও যুক্তরাষ্ট্রের সুনাম ক্ষতিগ্রস্ত করবে। সূত্র: বিবিসি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন