Logo
Logo
×

আন্তর্জাতিক

কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে ভারতীয় পুলিশ। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, কেরালা পুলিশ ও ভারতের কেন্দ্রীয় সরকারের পুলিশের অ্যান্টি টেরোরিজম স্কোয়াডের কর্মকর্তা ও সদস্যরা গতকাল রাতভর অভিযান চালিয়েছেন। এ সময় কেরালার বন্দর শহর কোচিতে অবৈধভাবে বসবাসরত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সংবাদমাধ্যমটিকে কেরালার এরনাকুলাম জেলার প্রধান পুলিশ কর্মকর্তা বৈভব সাক্সেনা বলেন, গতকাল কোচি শহরে রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। থানায় আসার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আমরা জানতে পেরেছি যে তাদের মধ্যে ২৭ জন বাংলাদেশের নাগরিক।

পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, অভিযুক্ত ২৭ বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদ জব্দ করা হয়েছে, দুজনের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্টও উদ্ধার করা হয়েছে; কিন্তু কেউই ভারতে বসবাস-সংক্রান্ত কোনো বৈধ নথি দেখাতে পারেননি।

এরই মধ্যে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান বৈভব সাক্সেনা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন