যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার খর্ব করেতে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছেন দেশটির কেন্দ্রীয় আদালত। সিয়াটলভিত্তিক ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন কাফেনর বৃহস্পতিবার এ আদেশ দেন এবং ট্রাম্পের সিদ্ধান্তকে "স্পষ্টতই অসাংবিধানিক" বলে মন্তব্য করেন।
ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন চারটি রাজ্য—ওয়াশিংটন, আরিজোনা, ইলিনয় ও অরেগনের আবেদনের প্রেক্ষিতে ১৪ দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হবে কি না, তা নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি শুনানি হবে।
ট্রাম্পের আদেশে বলা হয়েছিল, ১৯ ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু যদি এমন বাবা-মায়ের সন্তান হয়, যারা উভয়েই অবৈধ অভিবাসী বা একজনও বৈধ বাসিন্দা না, তবে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না। আদেশের বিরোধিতা করে দুই ডজন রাজ্য ও একাধিক নাগরিক সংগঠন আইনি লড়াইয়ে নামে।
বিচারক কাফেনর বলেন, "চতুর্দশ সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সবাইকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ট্রাম্পের আদেশ তা লঙ্ঘন করে। চার দশকের বিচারকের জীবনে এত স্পষ্ট অসাংবিধানিক কোনো আদেশ দেখিনি।"
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এ আদেশের বিরুদ্ধে শিগগিরই আপিল করা হবে। তবে আইন বিশেষজ্ঞরা মনে করছেন, আদালতের এই সিদ্ধান্ত ট্রাম্পের আদেশ বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।