লস এঞ্জেলস দাবানলে মৃত্যু ২৪, নতুন করে বাতাসের হুমকি
ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রচণ্ড বাতাসের কারণে দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, চলতি সপ্তাহে বাতাসের গতি ঘণ্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ইতোমধ্যেই তিনটি এলাকায় দাবানল ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।
দাবানলের বিস্তার ও ক্ষয়ক্ষতি
লস এঞ্জেলসের পালিসেইডস, ইটন এবং হার্স্ট এলাকায় দাবানল সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
পালিসেইডস: প্রায় ২৩ হাজার একর জমি ভস্মীভূত হয়েছে।
ইটন: ১৪ হাজার একর এলাকা পুড়ে গেছে।
হার্স্ট: ৭৯৯ একর পুড়লেও সেখানকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দাবানলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। ইটন এলাকায় ১৬ জন এবং পালিসেইডসে ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দমকল বাহিনীর তৎপরতা
দাবানল নিয়ন্ত্রণে প্রায় ১৪ হাজার দমকলকর্মী কাজ করছেন। তাদের সহযোগিতায় ৮৪টি এয়ারক্রাফট এবং ১৩৫৪টি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। অন্যান্য রাজ্য, কানাডা এবং মেক্সিকো থেকেও কর্মীরা সহায়তায় এসেছেন।
নতুন বাতাসের হুমকি
দমকল কর্মীরা দাবানল নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি অর্জন করলেও প্রচণ্ড বাতাস পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। পাসাডেনার দমকল প্রধান চাদ অগাস্টিন বলেছেন, “বাতাস পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। আমরা কিছুটা সফল হলেও সংকটের সমাপ্তি এখনো অনেক দূরে।”
নিরাপত্তা ব্যবস্থা
বর্তমানে ১ লাখ ৫ হাজার মানুষ বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন। আরও ৮৭ হাজারের ওপর মানুষকে স্থানান্তরের জন্য সতর্ক করা হয়েছে। লস এঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি স্থানীয় বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।
লুটপাট ও নিরাপত্তা চ্যালেঞ্জ
দাবানল-আক্রান্ত এলাকা থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুইজন দমকল কর্মীর ছদ্মবেশে চুরি করছিল। লস এঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা আরও ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের অনুরোধ জানিয়েছেন। বর্তমানে ৪০০ ন্যাশনাল গার্ড সদস্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
রাজনৈতিক বিতর্ক ও পরিস্থিতি
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসন এবং প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দাবানল পরিস্থিতি নিয়ে মতবিরোধ চলছে। গভর্নর নিউসন ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প দাবানলের জন্য “অযোগ্য রাজনীতিকদের” দায়ী করেছেন, যা নিয়ে গভর্নর নিউসন ক্ষোভ প্রকাশ করেছেন।