Logo
Logo
×

আন্তর্জাতিক

লস অ্যাঞ্জেলেস ঘিরে দাবানলে ৫ জনের মৃত্যু, শত শত ঘরবাড়ি ধ্বংস

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ পিএম

লস অ্যাঞ্জেলেস ঘিরে দাবানলে ৫ জনের মৃত্যু, শত শত ঘরবাড়ি ধ্বংস

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসকে ঘিরে দাবানলে পাঁচজনের মৃত্যু ও শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে।

ক্ষয়ক্ষতি রোধে এক লাখেরও বেশি বাসিন্দাকে ঘর ছাড়তে বলা হয়েছে।

দমকলকর্মীরা হারিকেনের গতিসম্পন্ন শুষ্ক বাতাসের কারণে আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন। শহরটির পশ্চিম পাশে পলিসেডস ফায়ার ১৫,৮৩২ একর, পূর্ব পাশে ইটন ফায়ার ১০,৬০০ একর এলাকা পুড়িয়ে দিয়েছে। দু’টি বড় দাবানলসহ মোট ছয়টি স্থানে আগুন জ্বলছে, সবগুলোই নিয়ন্ত্রণের বাইরে।

ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। পানি সরবরাহের ঘাটতি, বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থান, এবং প্রচণ্ড বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

অন্যান্য অঙ্গরাজ্য থেকে দমকলকর্মী ও সরঞ্জাম এসে পৌঁছালেও বিশাল পরিসরের আগুন থামানো সহজ হচ্ছে না। স্থানীয়ভাবে ‘রেড ফ্ল্যাগ’ পরিস্থিতি জারির কারণে শুকনো আবহাওয়া ও তীব্র বাতাস আগুনের ঝুঁকি আরও বাড়াচ্ছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন