Logo
Logo
×

আন্তর্জাতিক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্ব ছাড়ার সম্ভাবনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৫৮ পিএম

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্ব ছাড়ার সম্ভাবনা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিবারেল পার্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন বলে বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে। তবে এই পদক্ষেপ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, তিনি বুধবার ন্যাশনাল ককাস মিটিংয়ের আগেই এ বিষয়ে ঘোষণা দিতে পারেন।  

দলের নেতৃত্ব ছাড়ার পর মি. ট্রুডো তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়াবেন কিনা, তা এখনো স্পষ্ট নয়।  

২০১৩ সালে লিবারেল পার্টির গভীর সংকটের সময় মি. ট্রুডো দলের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় হাউস অফ কমন্সে তৃতীয় অবস্থানে নেমে গিয়েছিল দলটি। তার নেতৃত্বে লিবারেল পার্টি ঘুরে দাঁড়িয়ে বেশ কয়েকটি নির্বাচনে সাফল্য অর্জন করে।  

তবে বর্তমানে দলটি আবারও চ্যালেঞ্জের মুখে। জনমত জরিপে দেখা যাচ্ছে, আগামী অক্টোবরের নির্বাচনে রক্ষণশীলদের কাছে লিবারেল পার্টির পরাজয়ের আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে মি. ট্রুডোর পদত্যাগের আলোচনাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।  

লিবারেল পার্টি বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সুত্র: বিবিসি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন