Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়: সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়: সাত অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের কারণে সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির ৩০টি অঙ্গরাজ্যে ছয় কোটিরও বেশি মানুষ এই দুর্যোগের কবলে পড়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঝড়ের প্রভাবে অনেক স্থানে তাপমাত্রা রেকর্ড পর্যায়ে নেমে গেছে। এ পরিস্থিতিতে উড়োজাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।  

আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে দেখা দেওয়া সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হতে পারে। ঝড়ের প্রভাবে কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে।  

তুষারঝড়টি আর্কটিক অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে, যা আরও বিপর্যয়ের আশঙ্কা সৃষ্টি করছে। কর্মকর্তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন