Logo
Logo
×

আন্তর্জাতিক

সানডে টাইমসের প্রতিবেদন

লন্ডনে টিউলিপের বোনকে দেওয়া আরেকটি বিনামূল্যে ফ্ল্যাটের সন্ধান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম

লন্ডনে টিউলিপের বোনকে দেওয়া আরেকটি বিনামূল্যে ফ্ল্যাটের সন্ধান

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক লন্ডনের হ্যাম্পস্টেডের যে ফ্ল্যাটে থাকতেন, সেটিও তার খালা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মিত্র উপহার দিয়েছিলেন। যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য সানডে টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দ্য সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঈন গণি নামের বাংলাদেশি এক আইনজীবী, যিনি শেখ হাসিনা সরকারের পক্ষে মামলা লড়েছেন, ২০০৯ সালে ফিঞ্চলে রোডের সম্পত্তিটি টিউলিপের ছোট বোন আজমিনার কাছে হস্তান্তর করেন। জমি রেজিস্ট্রি নথিগুলো থেকে জানা গেছে যে, তিনি বিনামূল্যে ওই ফ্ল্যাটটি আজমিনাকে দিয়ে দেন। সেই সময় আজমিনার বয়স ছিল ১৮ বছর। পরে ২০২১ সালে তিনি ফ্ল্যাটটি ছয় লাখ ৫০ হাজার ডলারে বিক্রি করে দেন।

ওয়ার্কিং মেনস কলেজের পরিচালক এবং ২০১২-১৪ সালের মধ্যে বিভিন্ন অলাভজনক সংস্থার ট্রাস্টি থাকাকালে অফিশিয়াল নথিতে এই সম্পত্তিকে ঠিকানা হিসেবে ব্যবহার করেছিলেন ৪২ বছর বয়সী টিউলিপ। 

তার স্বামী ক্রিশ্চিয়ান পার্সিও ফ্ল্যাটটিকে ঠিকানা হিসেবে ব্যবহার করেছিলেন ২০১৬ সাল পর্যন্ত এবং যে সময়ের মধ্যে টিউলিপ হ্যাম্পস্টেড এবং কিলবার্নে লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছিলেন।

ফ্ল্যাটটির আগের মালিক মঈন গনির হাসিনার সরকারকে পরামর্শ দেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে এবং প্রকাশ্যে তার নেতৃত্বের প্রশংসা করেছেন। 

যুক্তরাজ্যের ভূমি নিবন্ধনসংক্রান্ত নথিপত্রে বলা হয়েছে, অর্থ বা আর্থিকমূল্য রয়েছে, এমন কিছু ছাড়াই ফ্ল্যাটটি আজমিনাকে দেওয়া হয়েছে।

এদিকে দ্য ফিন্যান্সিয়াল টাইমস সম্প্রতি জানিয়েছে, লন্ডনের কিংস ক্রস এলাকার দুই বেডরুমের আরও একটি ফ্ল্যাট টিউলিপকে উপহার দিয়েছিলেন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ এক আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ।

টিউলিপের মুখপাত্র সানডে টাইমসকে বলেছেন, 'টিউলিপ কিছুদিন তার বোনের সম্পত্তিতে থাকতেন। এই ধরনের ব্যবস্থা পরিবারের মধ্যে সাধারণ বিষয়। তবে টিউলিপের সঙ্গে অন্যদের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই।'

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন