Logo
Logo
×

আন্তর্জাতিক

বাইডেনের শেষ মুহূর্তে ইসরায়েলে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:২৮ এএম

বাইডেনের শেষ মুহূর্তে ইসরায়েলে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা জানিয়েছে, যা ইসরায়েলের কাছে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সামরিক উপকরণ পাঠানোর প্রস্তাব। হাউজ ও সেনেট কমিটির অনুমোদন পেলে এই চালান পাঠানো হবে। 

গাজায় বেসামরিক নাগরিক হতাহতের কারণে ইসরায়েলকে সামরিক সহায়তা না দেওয়ার আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্র এ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার এবং ইরান ও তার প্রক্সিদের প্রতিরোধের প্রয়োজনীয়তা উল্লেখ করে এই উদ্যোগকে সমর্থন করেছেন। 

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউটের তথ্যমতে, ২০১৯-২০২৩ সালে ইসরায়েলের ৬৯% অস্ত্র আমদানি যুক্তরাষ্ট্র থেকে হয়েছে। মে মাসে এক চালান স্থগিত করলেও বাইডেন পরে আংশিক অনুমোদন দেন। 

জো বাইডেনের মেয়াদের শেষে এটিই হতে পারে ইসরায়েলের জন্য সর্বশেষ অস্ত্র বিক্রি। ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। যদিও ট্রাম্প ইসরায়েলের সমর্থক, তবে গাজার সামরিক অভিযান দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন। 

গাজায় হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের অভিযানে ৪৫ হাজার ৫৮০ জন প্রাণ হারিয়েছে বলে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সূত্র: বিবিসি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন