Logo
Logo
×

আন্তর্জাতিক

চিন্ময়ের জামিন নামঞ্জুর, যে প্রতিক্রিয়া জানাল মমতার দল

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮ পিএম

চিন্ময়ের জামিন নামঞ্জুর, যে প্রতিক্রিয়া জানাল মমতার দল

চিন্ময় কৃষ্ণ দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

এক প্রতিক্রিয়ায় দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর হওয়াকে ‘মানবাধিকারের লঙ্ঘনের স্পষ্ট ঘটনা’ বলে দাবি করেছেন।

তিনি বলেন, ‘ভারত সরকারের উচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিষয়টি উত্থাপন করা।’

অভিষেক আরও বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার কমিশনেরও উচিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বলিষ্ঠভাবে ও জোরেশোরে বিষয়টি উত্থাপন করা।’

চিন্ময় কৃষ্ণের দাসের গ্রেপ্তার ও জামিন ইস্যুতে ভারতের রাজনৈতিক দল ও নেতারা শুরু থেকেই সরব। এর ধারাবাহিকতায় দেশটির বিভিন্ন জায়গায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে বিক্ষোভ এমনকি হামলার ঘটনাও ঘটে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন