Logo
Logo
×

আন্তর্জাতিক

দিল্লিতে ১৭৫ অবৈধ বাংলাদেশি অভিবাসী চিহ্নিত

Icon

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম

দিল্লিতে ১৭৫ অবৈধ বাংলাদেশি অভিবাসী চিহ্নিত

ভারতের রাজধানী দিল্লিতে অবৈধভাবে বসবাসরত ১৭৫ বাংলাদেশিকে শনাক্ত করেছে পুলিশ। আজ রবিবার দিল্লি পুলিশ এ তথ্য জানিয়েছে।

দিল্লি পুলিশ আরও জানিয়েছে, বেআইনি বাংলাদেশি অভিবাসী সমস্যা সমাধানে এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে তাদের পরিচয় যাচাই করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দিল্লির আউটার ডিস্ট্রিক্ট পুলিশের আওতাধীন এলাকায় ১৭৫ জন সন্দেহভাজন বাসিন্দার খোঁজ পাওয়া গেছে। এসব বাংলাদেশি যথাযথ নথিপত্র ছাড়াই বসবাস করছেন। 

দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, দেশে বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বেআইনি অবস্থান নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায়, আউটার ডিস্ট্রিক্ট পুলিশ দিল্লিতে বৈধ নথি ছাড়া বসবাসরত ব্যক্তিদের শনাক্ত, আটক এবং ফেরত পাঠানোর কাজ শুরু করেছে। সম্প্রতি আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় একাধিক অভিযান/যৌথ তল্লাশি পরিচালিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ অভিযান/যৌথ তল্লাশির সময় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে। আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় ১৭৫ জন সন্দেহভাজন বাসিন্দার খোঁজ পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের নথি সতর্কতার সঙ্গে পরীক্ষা ও যাচাই করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, সন্দেহভাজনদের পরিচয় স্থানীয় পুলিশ যাচাই করার জন্য তাদের নিজ নিজ এলাকায় দল পাঠিয়েছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান বিভিন্ন থানা থেকে গঠিত বিশেষ দল পরিচালনা করছে। এই পরিচয় শনাক্তকরণ অভিযান দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার নির্দেশে পরিচালিত হচ্ছে।

এর আগে, শনিবার দিল্লির আউটার জেলার পুলিশ বৈধ নথি ছাড়া বসবাসকারী অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত, আটক এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। দেশে বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় দিল্লি কর্তৃপক্ষ।

এদিকে, অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দেওয়া হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এ ঘোষণা দিয়েছেন। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন