উপদেষ্টা মাহফুজের ফেসবুকের সেই স্ট্যাটাসের যে প্রতিক্রিয়া দেখাল ভারত
রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত
উপদেষ্টা মাহফুজ আলমের ভারতের কিছু অংশ বাংলাদেশের মানচিত্রের সঙ্গে জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এ ছাড়া উপদেষ্টা মাহফুজ আলমের একটি মন্তব্যেরও প্রতিবাদ জানিয়েছে দেশটি।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান। উল্লেখ্য, সম্প্রতি মাহফুজ আলম তার ফেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বড় বাংলা বুঝাতে বাংলাদেশের মানচিত্রের সঙ্গে ভারতের কিছু অংশ জুড়ে একটি স্ট্যাটাস দেন। যদিও সেটি পরবর্তীতে তিনি মুছে ফেলেছেন।
এ ছাড়া গত ৫ ডিসেম্বর উপদেষ্টা মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, ভারতকে শেখ হাসিনার পদত্যাগে ভূমিকা রাখা ছাত্র-জনতার আন্দোলনকে স্বীকৃতি দিতে হবে।
এসব বিষয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা মনে করি, উল্লেখিত পোস্টটি ইতোমধ্যেই মুছে ফেলা হয়েছে। তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, জনসমক্ষে মন্তব্য করার সময় তাদের আরও সতর্ক থাকা উচিত। এ ধরনের মন্তব্য জনসমক্ষে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যায়।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল। বলেন, ভারত বারবার বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে। ভারতের লক্ষ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা।
অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, ‘পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের নেতাদের সঙ্গে আলোচনার সময় ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থনের কথা বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, উদ্বেগ, স্বার্থের ওপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছি।’
জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করা হচ্ছে। তাই, বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এটাই এবং গণতান্ত্রিক দেশ হিসেবেও এটাই।’
কায়রোতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠকে সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনার নিয়ে মন্তব্য জানতে চাইলে এই মুখপাত্র বলেন, ‘ভারতও আঞ্চলিক সহযোগিতা জোরদারের জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়েছে। সার্ক কয়েক বছর ধরে ‘হিমঘরে’ এবং কেন তা সবাই জানে।’