Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের সমালোচনা করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পিএম

ইউক্রেনের সমালোচনা করলেন ট্রাম্প

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

রাশিয়ার সঙ্গে তীব্র দ্বন্দ্বে জড়ানো ইউক্রেনকে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই ইউক্রেনের ওপর এক হাত নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে। এতে চটেছেন ট্রাম্প। টাইম ম্যাগাজিনকে বলেছেন, ‘আমি দ্রুত এ যুদ্ধের অবসান চাই।’ তার কথায়, ‘ওখানে যা ঘটছে, তা সম্পূর্ণ উন্মাদনা। এমন কিছু করতে দেওয়া উচিত হচ্ছে না।’

যুদ্ধ বন্ধের বিষয়ে ট্রাম্প বলেছেন, ‘আমার কাছে দারুণ একটি পরিকল্পনা আছে।’ তবে সেই পরিকল্পনা তিনি এখনও প্রকাশ করেননি। তিনি বলেন, ‘যদি এখন সেটি প্রকাশ করি তাহলে তা প্রায় অর্থহীন হয়ে যাবে।’

তবে তিনি ইউক্রেনকে পরিত্যাগ করবেন না বলে মনে হচ্ছে। তিনি বলেছে, ‘আমি চুক্তিতে পৌঁছাতে চাই। চুক্তির জন্য একমাত্র পথ পরিত্যাগ করা নয়।’

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার অংশগ্রহণ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়ার সেনাদের প্রবেশ খুবই জটিল একটি বিষয়।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন