Logo
Logo
×

আন্তর্জাতিক

হোয়াইট হাউসের ব্রিফিং

সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে আমেরিকা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৪ এএম

সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে আমেরিকা

ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছেন। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী জন কিরবি। 

গত কয়েক সপ্তাহ ধরে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সারা দেশে বেশ কয়েকটি হিন্দু আমেরিকান দল হোয়াইট হাউসের বাইরে প্রতিবাদ মিছিল করছে। তারা শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের অব্যাহত হত্যা এবং মন্দিরে হামলার বিরুদ্ধে প্রতিবাদ করছে। প্রেসিডেন্ট বাইডেন কি বিষয়টি সম্পর্কে অবগত? জাতিসংঘের সাইডলাইনে বাইডেন কি প্রসঙ্গটি তার বন্ধু এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সময় উত্থাপন করেছিলেন?

জবাবে জন কিরবি বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রেসিডেন্টও ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। 

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা পরিষেবার সক্ষমতা বাড়াতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

কিরবি বলেন, বাংলাদেশি নেতাদের সঙ্গে যোগাযোগের সময় আমরা ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা, ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তার বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বলেছি। অন্তর্বর্তী সরকারের নেতারাও বারবার ধর্ম বা জাতি নির্বিশেষে সব বাংলাদেশির নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা চাই তারা তা করুক।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন