Logo
Logo
×

আন্তর্জাতিক

তালেবান মন্ত্রী হাক্কানিকে হত্যার দায় স্বীকার আইএসের

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম

তালেবান মন্ত্রী হাক্কানিকে হত্যার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিকে হত্যার  দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট গ্রুপ (আইএস)। আজ বৃহস্পতিবার আফগান গণমাধ্যম আমু টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইএসের বার্তা সংস্থা আমাকের এক প্রতিবেদনে বলা হয়, একজন আইএস ‘জঙ্গি’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে মন্ত্রীর কার্যালয়ের বাইরে অপেক্ষা করছিলেন এবং বাইরে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটান। এছাড়া, তালেবানের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন হাক্কানি আইএসের হাতে নিহত হয়েছেন। 

স্থানীয় সময় বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন দেশটির শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি। 

খলিল উর-রহমান হাক্কানি দেশটির তালেবান নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা। আর খলিল উর-রহমান হাক্কানির ভাই জালালউদ্দিন হাক্কানি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। আফগানিস্তানে তালেবানের দুই দশকের বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনার জন্য ব্যাপক পরিচিত দেশটির সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, হাক্কানি তার কার্যালয় থেকে বের হওয়ার সময় বিস্ফোরণে নিহত হন। এ সময় আরও ছয়জন নিহত হন। খলিল হাক্কানি তালেবানের একটি শক্তিশালী গোষ্ঠীর একজন শীর্ষ সদস্য ছিলেন। যাকে বলা হয় হাক্কানি নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্র তাকে বিশ্বব্যাপী সন্ত্রাসী হিসেবে পরিচিত করে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন