চেন্নাইয়ে হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার ৫০০
আউটলুক ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পিএম
ভারতের চেন্নাইয়ে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে এবং হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে বিক্ষোভকালে শতাধিক নারীসহ ৫০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার চেন্নাইয়ের রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে হিন্দু মুননানি সংগঠক রাজুর নেতৃত্বে বিক্ষোভ করে তারা। এতে সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন, আরএসএস কর্মকর্তা কেশব বিনায়াগম এবং বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইসামি উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ শেষে তারা আন্না সালাইয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের পথ আটকে দেয় এবং গ্রেপ্তার করে। ইগমোর পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অনুমতি ছাড়া প্রতিবাদ করার অভিযোগে মামলা দায়ের করেছে।