অনাস্থা ভোটে ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার
আউটলুক ডেস্ক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার
ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ার দেশটির জাতীয় পরিষদের সদস্যদের অনাস্থা ভোটে পদত্যাগে বাধ্য হয়েছেন । এর ফলে ফ্রান্সের বর্তমান সরকারের পতন ঘটছে। স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় এই ভোটাভুটি হয়।
ফ্রান্সে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করতে জাতীয় পরিষদ সদস্যদের ন্যূনতম ২৮৯টি ভোটের প্রয়োজন হয়। সেখানে বার্নিয়ারকে ক্ষমতাচ্যুত করতে ৩৩১টি ভোট পড়েছে।
দেশটির বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) ও উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) নেতাদের অধিকাংশই বার্নিয়ারের বিপক্ষে ভোট দিয়েছেন। এর ফলে, ১৯৬২ সালের পর বার্নিয়ারই প্রথম ফরাসি প্রধানমন্ত্রী যাকে অনাস্থা ভোটে পদত্যাগ করতে বাধ্য করা হলো।
ফ্রান্সের সংবিধান অনুযায়ী, বার্নিয়ারকে এখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। এক্ষেত্রে পদত্যাগপত্র স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে বলে গণ্য করা হয়ে থাকে।
ভোটাভুটির আগে ফরাসি সংসদ সদস্যদের সঙ্গে কথা বলার সময় ২০২৫ সালের সামাজিক নিরাপত্তা বাজেট পাস করতে বাধ্য করার সিদ্ধান্তের পক্ষে সাফাই করেন বার্নিয়ার। তিনি বলেন, ‘শোনা, শ্রদ্ধা ও সংলাপের মনোভাব দেখানোর পরই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’