Logo
Logo
×

আন্তর্জাতিক

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের মেতুলা শহরের ৬০ ভাগ ভবন ক্ষতিগ্রস্ত

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পিএম

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের মেতুলা শহরের ৬০ ভাগ ভবন ক্ষতিগ্রস্ত

হিজবুল্লাহর রকেট হামলায় দখলকৃত ইসরায়েলের মেতুলা শহরের ৬০ শতাংশেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-মায়াদিন।

আল-মায়াদিনের প্রতিবেদনে বলা হয়, মেতুলা শহরটি এক বছরেরও বেশি সময় ধরে প্রতিদিনই হিজবুল্লাহর তীব্র গোলাবর্ষণ ও অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। হিজবুল্লাহর হামলার কারণে মেতুলা একটি ধ্বংসপ্রাপ্ত সামরিক অঞ্চলে পরিণত হয়েছে। সেখানকার ৪৫০টিরও বেশি বাড়ি হিজবুল্লাহর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে অন্তত ৬০ ভাগ বাড়ির কাঠামো মারাত্মকভাবে ধ্বংস হয়েছে।

আল-মায়াদিনের প্রতিবেদনে আরও বলা হয়, মেতুলার মেয়র ডেভিড আজুলাই শহরটির বর্তমান পরিস্থিতি বর্ণনা করে বলেছেন, ‘আমরা এখন খুব জটিল অবস্থায় আছি। মেতুলায় ঠিক কী কী অবশিষ্ট আছে, সে বিষয়ে আমরা অনিশ্চিত’। মেতুলাকে প্রতিবেশী শহর হার জাভিয়া অঞ্চলের সঙ্গে তুলনা করেছেন তিনি। যা নিকটবর্তী ওদাইসা এবং কফর কিলার সম্মুখভাগে অবস্থিত। 

মেয়র আজুলাই জানান, ওই এলাকায় ১০০টি বাড়ির মধ্যে অন্তত ৭৫ ভাগ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার সবই ব্যবহার অযোগ্য। সেগুলোর অধিকাংশকেই ধ্বংস করা প্রয়োজন।

আজুলাই জানান, ফিলিস্তিনের দখলকৃত উত্তরাঞ্চলে ২০ হাজার বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। দখলকৃত উত্তরাঞ্চলে সরাসরি ক্ষতির পরিমাণ ২ বিলিয়ন শেকেলের (ইসরায়েলের মুদ্রা) বা ৫৫ কোটি মার্কিন ডলারের বেশি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন