Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের দাবি, মমতাকে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খোঁচা

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম

বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের দাবি, মমতাকে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খোঁচা

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন মোতায়েনের দাবি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার এই দাবির প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর। আজ মঙ্গলবার তিনি বলেন, ‘মমতা শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কি না তা ‘নিশ্চিত’ নন তিনি।

তিরুবনন্তপুরমের এই সংসদ সদস্য দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের কোনো দেশের অভ্যন্তরে খুব কমই পাঠানো হয়। তবে কোনো দেশের সরকার নিজে অনুরোধ জানালে সেক্ষেত্রে পাঠানো হতে পারে।

এর আগে গতকাল সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তব্যে মমতা বাংলাদেশের যেসব অঞ্চলে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হয়েছেন, সেসব অঞ্চলে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের জন্য জাতিসংঘের দ্বারস্থ হতে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান। পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেশটির অবস্থান সম্পর্কে লোকসভায় বিবৃতি দেওয়ারও আহ্বান জানান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন