Logo
Logo
×

আন্তর্জাতিক

গিনিতে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত কমপক্ষে ৫৬ জন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ এএম

গিনিতে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত কমপক্ষে ৫৬ জন

গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন জেরেকোরে একটি ফুটবল ম্যাচ চলাকালে সংঘর্ষে কমপক্ষে ৫৬ জন নিহত হয়েছেন।

গতকাল সোমবার সরকারি বিবৃতি অনুযায়ী দেশটির জাতীয় টেলিভিশনে বলা হয়েছে, "রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষের প্রতিবাদে সমর্থকরা পাথর নিক্ষেপ শুরু করে। এতে দর্শকরা দিগবিদিক ছুটোছুটি শুরু করলে পদদলিত হন অনেকে। তাদের মধ্যে অন্তত ৫৬ জন মারা গেছেন।”

গিনিনিউজ জানিয়েছে, দুই লাখ লোকের বাসস্থান এন জেরেকোরে রবিবার বিকেলে একটি ম্যাচ চলাকালে সহিংসতা শুরু হয়, যেখানে প্রতিদ্বন্দ্বী ভক্তরা রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তের পরে মাঠে ঝড় তুলেছিল।

কিছু বেসরকারি মিডিয়ার খবর অনুযায়ী, শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

এএফপিকে একজন ডাক্তার বলেছেন, “হাসপাতালে যতদূর চোখ যায় সারিবদ্ধভাবে লাশ পড়ে আছে। অন্যরা হলওয়ে মেঝেতে শুয়ে আছে। মর্গ ভর্তি।"

গিনির প্রধানমন্ত্রী বাহ ওরি সহিংসতার নিন্দা করেছেন এবং রবিবার এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সূত্র: আল জাজিরা

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন