Logo
Logo
×

আন্তর্জাতিক

হাইকমিশনে হামলা: দুঃখপ্রকাশ করল ভারত, ব্যবস্থা নেওয়ার ঘোষণা

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ পিএম

হাইকমিশনে হামলা: দুঃখপ্রকাশ করল ভারত, ব্যবস্থা নেওয়ার ঘোষণা

ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে আজ সোমবার হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। এ ঘটনায় দুঃখপ্রকাশ করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার।

এ ঘটনার পর ভারতের পররাষ্ট মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুবই দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়। এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি/সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। 

জানা গেছে, আজ সোমবার উগ্র হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা আগরতলার সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেন।  

তবে একপর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন।  

বিক্ষোভকারী এক নারী সদস্য বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। তাছাড়া, বিনা কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এরই প্রতিবাদে আজ বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর চালিয়েছেন তারা।  

সমিতির কার্যকরী সদস্য বি কে রায় বলেন, সহকারী হাইকমিশনের বাইরে কী ঘটনা ঘটেছে, তারা দেখেননি এবং তারা ডেপুটেশন দিয়ে আসার পরও অফিসের ভেতরে কাউকে দেখতে পাননি।  

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং টিএসআর। তাদের দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন