Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতে বাংলাদেশ অভিমুখে মার্চ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পিএম

ভারতে বাংলাদেশ অভিমুখে মার্চ

ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশ নেতাকর্মী। একপর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জের পুলিশ তাদের বাধা দেয়।

বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তারা এই উদ্যোগ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সিলেটসহ সীমান্ত এলাকাগুলোতে বেশ তোলপাড় হয়।

ইন্টারনেটে ছড়ানো একটি ভিডিওতে দেখা গেছে, ভারতের সুতারকান্দি সীমান্ত চেকপোস্টের কাছে করিমগঞ্জে একটি রাস্তায় বিএসএফ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে রেখেছে। ব্যারিকেডের পাশেই কয়েকশ ভারতীয় নাগরিক বাংলাদেশে আসার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছেন। এ পর্যায়ে বিএসএফ সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেয়। 

ঘটনার গুরুত্ব বিবেচনায় সিলেটের বিয়ানীবাজার ও জকিগঞ্জ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে(বিজিবি। বিজিবির ৫২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানিয়েছেন, এ ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে অন্তত দুই কিলোমিটার ভারতের ভেতরে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন