Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জেএন রায় হাসপাতাল

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

বাংলাদেশিদের চিকিৎসা দেবে না কলকাতার জেএন রায় হাসপাতাল

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) জে এন রায় হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত এ তথ্য জানিয়েছেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ খবর জানিয়েছে।

শুভ্রাংশু ভক্ত বলেন, ‘আমরা একটি বিজ্ঞপ্তি জারি করেছি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য আমরা কোনও বাংলাদেশি রোগীকে চিকিৎসার জন্য ভর্তি করবো না। বাংলাদেশিদের ভারতবিরোধী মনোভাব ও আমাদের দেশের প্রতি দেখানো অপমানের কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ 

শুভ্রাংশু ভক্ত আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারপরও আমরা বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব প্রত্যক্ষ করছি। আমরা আশা করি অন্যান্য হাসপাতালও আমাদের সমর্থন করবে এবং একই ধরনের পদক্ষেপ নেবে।’

প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছে দাবি করে এর প্রতিবাদ হিসেবে শহরের অন্যান্য হাসপাতালগুলোকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শুভ্রাংশু ভক্ত।  

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন