Logo
Logo
×

আন্তর্জাতিক

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় বিজেপির বিক্ষোভ

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৪:০২ পিএম

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতায় বিজেপির বিক্ষোভ

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা  চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন নামঞ্জুরের প্রতিবাদে পশ্চিমবঙ্গ বিধানসভার সামনে বিক্ষোভ করেছেন বিজেপি বিধায়করা। আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভা প্রাঙ্গণে পোস্টার হাতে এ বিক্ষোভ করেন তারা। 

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতীকী বিক্ষোভ মিছিলে অংশ নেন ৫০-এর বেশি বিজেপি বিধায়ক। এ সময় তারা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রে মুক্তির দাবি করেন।

শুভেন্দু অধিকারী বলেন, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে জামিন দিতে হবে, তা না হলে ভারতে থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। আগামী রবিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে পেট্রাপোল বন্ধের হুশিয়ারিও দেন তিনি। 

তিনি আরও বলেন, আজ বিকেলে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দক্ষিণ কলকাতার বেহালায় একটি মশাল মিছিল আয়োজন করা হয়েছে। পাশাপাশি আগামীকাল বুধবার বেলা ৩টায় কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার অফিসে যাবেন বিজেপি বিধায়করা। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে হিন্দু সন্ন্যাসীদের নিয়ে একটি মিছিল করা হবে কলকাতায়। 

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা যতক্ষণ না সনাতনী জাগরণ জোটের মুখপাত্রকে ছাড়া হচ্ছে, ততক্ষণ জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন