পাকিস্তানে গাড়িবহরে হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত
পাকিস্তানের কুররামে শিয়াদের গাড়িবহরে অতর্কিত হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সাত নারী ও নয় বছরের একটি মেয়েশিশু রয়েছে। তাছাড়া ২৮ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাদের হতাহত করা হয়।
স্থানীয় জেলা প্রশাসক জাভেদুল্লাহ মেহসুদ বলেছেন, প্রায় ২০০ গাড়ির একটি বহর পারাচিনার থেকে পেশোয়ার যাওয়ার পথে মান্দোরি চরখেল এলাকায় প্রচণ্ড গোলাগুলির মধ্যে পড়ে। ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা চলছে। জমিজমা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ রয়েছে৷
আহতদের মধ্যে দুই নারীসহ ১২ জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তরিত করা হয়েছে। অন্য ১৬ জনকে স্থানীয় তহশিল হাসপাতাল আলিজাইতে স্থানান্তরিত করা হয়েছে।
সূত্র জানায়, দুপুর সোয়া ১টার দিকে ঘটে যাওয়া এই হামলাটি গত ১২ অক্টোবরের একটি হামলার প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এখনও কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। সূত্র: ডন।