বিস্ফোরণে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার উত্তর গাজা উপত্যকায় হামলা চলাকালে তারা নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহতরা হলেন স্টাফ সার্জেন্ট ওর কাৎজ (২০), স্টাফ সার্জেন্ট নাভে ইয়ায়ার আসুলিন (২১), স্টাফ সার্জেন্ট গ্যারি লালরুয়াকিমা জোলাট (২১) এবং স্টাফ সার্জেন্ট ওফির ইলিয়াহু (২০)। তারা সবাই কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নে কাজ করছিলেন।
এই ৪ সেনার মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল হামলা ও সীমান্তে অভিযানে ইসরায়েলি নিহতের সংখ্যা ৩৭৫ জনে দাঁড়িয়েছে।
এর আগে গত রবিবার গভীর রাতে ইসরাইলি বাহিনী জাবালিয়া এলাকা একটি ভবনে হামলা চালিয়ে অন্তত ৩৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের বেশিভাগই শিশু ও প্রতিবন্ধী। ওই ভবনে নিজেদের বাড়িঘর হারিয়ে তারা আশ্রয় নিয়েছিলেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ‘ভবনটির সবাই নিহত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এটির ধ্বংসাবশেষ থেকে কেবল হতভাগ্য মানুষের টুকরা টুকরা ও থেঁতলে যাওয়া লাশ বের করা হয়েছে।’