Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের ৫১তম প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:১২ পিএম

ভারতের ৫১তম প্রধান বিচারপতি সঞ্জীব খান্না
ভারতের সুপ্রিম কোর্টের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না। আজ সোমবার সকাল ১০টায় ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিচারপতি সঞ্জীব খান্নাকে শপথ বাক্য পাঠ করান। 
সঞ্জীব খান্না আগামী সাত মাসের জন্য প্রধান বিচারপতি পদে থাকবেন। ২০২৫ সালের ১৩ মে তিনি অবসর নেবেন। তিনি প্রধান বিচারপতির জন্য বরাদ্দ বাংলো ব্যবহার করবেন না বলে জানিয়েছেন।
আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদায়ী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রমুখ।
জানা গেছে, গত ১৭ অক্টোবর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করা হয়। ২৪ অক্টোবর সেই প্রস্তাবে সম্মতি দেয় কেন্দ্রীয় সরকার। আজ তিনি প্রধান বিচারপতি পদে শপথ নিলেন।
উল্লেখ্য, গতকাল রবিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। আর আজ সোমবার নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন