গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজা ও লেবাননে শতাধিক নিহত
অভুক্ত শিশুরা খাবারের জন্য ভিড় করছে একটি চ্যারিটি সংস্থার খাবার বিতরণের সময়
গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
একটি মেডিকেল সূত্রের বরাতে আল জাজিরা এই খবর দিয়েছে।
এদিকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে অভিযান চালিয়ে অন্তত ৫৩ জনকে হত্যা করেছে। এ ঘটনায় আরও অন্তত ১৬১ জন আহত হয়েছেন।
গাজায় ইসরায়েলের গণহত্যায় গত বছর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ৪৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাছাড়া ১ লাখ ২ হাজার ৫৬১ জন আহত হয়েছেন।
একই সঙ্গে লেবাননে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১০৩ জন নিহত এবং ১৩ হাজার ৮৫৬ জন আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা