ক্ষমতা হস্তান্তর
ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন বাইডেন
ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলাপের জন্য তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পকে ফোন করে এই আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। বার্তাসংস্থা এপি আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, গতকাল বুধবার বাইডেনের চিফ অব স্টাফ ট্রাম্পের দলের সঙ্গে যোগাযোগ করেছেন। সুষ্ঠুভাবে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরুর জন্য প্রয়োজনীয় ফেডারেল চুক্তিতে সাক্ষরের অনুরোধ জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন এবং সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার করেছেন। দেশের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিষয়টির ওপরও তিনি গুরুত্ব দেন।
এদিকে ট্রাম্পের প্রচারণা দলের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠকে অংশ নিতে উন্মুখ হয়ে আছেন। খুব শিগগির এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাইডেনের এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন ট্রাম্প।
তবে ট্রাম্পের প্রচারণা দলের সঙ্গে ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, হস্তান্তর প্রক্রিয়া এখনো শুরু হয়নি। নবনির্বাচিত প্রেসিডেন্ট দেশের ও দেশের বাইরের নেতা, দাতা ও গুরুত্বপূর্ণ সমর্থকদের ফোনকল রিসিভ করায় ব্যস্ত আছেন। এ সপ্তাহের শেষ নাগাদ ক্ষমতা হস্তান্তর বিষয়ে ট্রাম্প-বাইডেনের বৈঠক ও অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু হতে পারে।
ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন। এর আগ পর্যন্ত বাইডেনই প্রেসিডেন্ট থাকবেন। তবে এ সময়টিতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া চালু থাকবে।