লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০
লেবাননের বেকা উপত্যকা এবং বালবেক শহর এলাকায় ইসরায়েলি বোমা হামলার খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, হামলায় ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৩ জন।
এদিকে হিজবুল্লাহ বলেছে, তারা একঝাঁক ড্রোন দিয়ে তেল আবিবের দক্ষিণে ইসরায়েলি সামরিক বাহিনীর বিলু ঘাঁটি লক্ষ করে আক্রমণ চালিয়েছে।
লেবাননে ইসরায়েলি হামলায় গত এক মাসে কমপক্ষে ৩ হাজার ৫০ জন নিহত এবং সাড়ে ১৩ হাজারের বেশি আহত হয়েছে।
গাজা
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জয়েস মসুয়া সতর্ক করেছেন, উত্তর গাজায় ইসরায়েলি বাহিনীর ‘সম্পূর্ণ নৃশংস অবরোধের’ কারণে বেসামরিক নাগরিকরা অনাহারে মরছে।
গত বছর ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৩ হাজার ৩৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাছাড়া ১ লাখ ২ হাজারের বেশি আহত হয়েছে।