Logo
Logo
×

আন্তর্জাতিক

নিউ হ্যাম্পশায়ারে সমান সমান ভোট পেলেন ‌ট্রাম্প-কমলা

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ০৩:২৪ পিএম

নিউ হ্যাম্পশায়ারে সমান সমান ভোট পেলেন ‌ট্রাম্প-কমলা

সহিংসতার আশঙ্কা নিয়েই শুরু হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। মধ্যরাতেই ভোট দিয়ে ফেলেছেন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট গ্রামের ভোটাররা। এর আগে কয়েক দশকের ঐতিহ্য অনুসরণ করে মধ্যরাতে ভোট দেন শহরটির ছয়জন নিবন্ধিত ভোটার। এবার সেখানে সমান সমান ভোট পেয়েছেন ৩-৩ ট্রাম্প-কমলা।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিউ হ্যাম্পশায়ারের ছোট ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে মঙ্গলবার রাতের প্রহরে শুরু ভোট গ্রহণ। অল্প সময়ের মধ্যেই শেষ হয় ভোটগ্রহণ ও গণনা। কেননা গ্রামটির ভোটার সংখ্যা ১০ জনেরও কম। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের উত্তর প্রান্তে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বরাবর এ গ্রামটির অবস্থান। 

ঐতিহ্য অনুযায়ী, সমস্ত যোগ্য ভোটাররা ডিক্সভিল নচের বালসামস হোটেলে জড়ো হন এবং মধ্যরাতে ভোট দিয়ে ফেলেন। ব্যালটে ভোট কাস্ট হয়ে গেলে, ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয় অল্প সময়ের মধ্যেই। 

উল্লেখ্য, নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন মতে, কোনো আসনে অধিবাসীর সংখ্যা ১০০ জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সকল নিবন্ধিত ভোটার তাদের নাগরিক দায়িত্ব পালন শেষ করলে ভোটগ্রহণ বন্ধ হয়। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন