Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন ভোটে রাশিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে, মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

মার্কিন ভোটে রাশিয়া বিভ্রান্তি ছড়াচ্ছে, মার্কিন গোয়েন্দাদের সতর্কবার্তা

মার্কিন ভোটে জনগণের আস্থা কমানোর জন্য রাশিয়া নানাভাবে তৎপরতা চালাচ্ছে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা।

ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টরের কার্যালয়, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি যৌথ বিবৃতিতে বলেছে, বিদেশি প্রতিপক্ষ, বিশেষ করে রাশিয়া, মার্কিন জনগণের আস্থা ক্ষুণ্ন করতে কার্যক্রম চালাচ্ছে। রাশিয়া মার্কিন নির্বাচনের অখণ্ডতা এবং আমেরিকানদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে।

মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন, রাশিয়ার এই  কর্মকাণ্ড ভোটের দিন এবং তার পরেও কয়েক দিন তীব্র হবে। বিদেশিদের মধ্যে রাশিয়া হলো সবচেয়ে সক্রিয় হুমকি৷ বিশেষ করে রাশিয়ার সাথে যুক্ত প্রভাবশালী অভিনেতারা বিভ্রান্তিকর ভিডিও তৈরি করছেন, নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের মধ্যে ভীতি জাগিয়ে তুলছেন। নিউজ উইক এই খবর দিয়েছে।

আজ মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট হচ্ছে। ভোটের কয়েক ঘণ্টা আগে মার্কিন গোয়েন্দারা এমন তথ্য প্রকাশ করেছে।

গোয়েন্দারা বলছেন, একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন হাইতিয়ান অভিবাসী প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে দুটি ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন। অনলাইনে শেয়ার করা আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছে, হ্যারিস ও তার স্বামী একজনের কাছ থেকে ৫ লাখ ডলার ঘুষ নিয়েছেন।

মার্কিন গোয়েন্দাদের দাবি, এসব ভিডিওর পেছনে রয়েছে রাশিয়া। এই রাশিয়ান কার্যকলাপ মার্কিন নির্বাচনের অখণ্ডতা সম্পর্কে ভিত্তিহীন প্রশ্ন উত্থাপন করছে এবং আমেরিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে।

গোয়েন্দারা আরও বলছেন, ইরানও মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের জন্য একটি উল্লেখযোগ্য বিদেশি হুমকি। ইরানি প্রভাবশালী অভিনেতারা মার্কিনিদের মধ্যে সহিংসতা ছড়ানোর জন্য ভুয়া ভিডিও তৈরি করতে পারেন।

রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ান দূতাবাস টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে বানোয়াট ভিডিও প্রচার করার অভিযোগ ভিত্তিহীন। রাশিয়ান দূতাবাস মার্কিন গোয়েন্দাদের দাবির পক্ষে কোনো প্রমাণ পায়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন