Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পের ঘাঁটি আইওয়া অঙ্গরাজ্যে এগিয়ে কমলা

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

ট্রাম্পের ঘাঁটি আইওয়া অঙ্গরাজ্যে এগিয়ে কমলা

রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঘাঁটি হিসেবে পরিচিত আইওয়া অঙ্গরাজ্য। তবে এই অঙ্গরাজ্যে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ডেজ মইনেস রেজিস্ট্রার ও মিডিয়াকমের পরিচালিত জরিপ থেকে এই তথ্য জানা গেছে। স্থানীয় সময় শনিবার এই জরিপের ফল প্রকাশ করা হয়।

রয়টার্স জানিয়েছে, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঘাঁটি হিসেবে পরিচিত আইওয়া অঙ্গরাজ্যে। এই অঙ্গরাজ্যে ছয়টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। গত ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত এই জরিপে অংশ নেন ৮০৮ জন ভোটার। প্রকাশিত ফলে দেখা যায়, এতে অংশগ্রহণকারীদের ৪৭ শতাংশ কমলা হ্যারিস ও ৪৪ শতাংশ ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছেন। 

এর আগে গত সেপ্টেম্বরের জরিপে অঞ্চলটিতে ট্রাম্প ৪ পয়েন্ট এগিয়ে ছিলেন। শুধু তা-ই নয়, ট্রাম্প ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও এই অঙ্গরাজ্যে জয়ী হন। ওই দুই ভোটে যথাক্রমে ৯ ও ৮ পয়েন্টের ব্যবধানে বিজয়ী হন ট্রাম্প। তবে সর্বশেষ জরিপে সাবেক প্রেসিডেন্টকে পেছনে ফেলে কমলার এগিয়ে যাওয়ার নেপথ্যে নারী ভোটারদের বড় ভূমিকা ছিল। বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের একটি উল্লেখযোগ্য অংশ ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর প্রতি তাদের সমর্থনের কথা জানিয়েছেন।

এমারসন কলেজ পোলিং ও রিয়েল ক্লিয়ার ডিফেন্স চলতি মাসের প্রথম দুই দিন রাজ্যটিতে পৃথক জরিপ পরিচালনা করেছিল। তাদের জরিপের ফলে বলা হয়, কমলার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। বিশেষ করে পুরুষ ও নিরপেক্ষ ভোটারদের মধ্যে তার ব্যাপক সমর্থন রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন