Logo
Logo
×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়া

ঝড়ে গাছ ভেঙে ৯ জন নিহত, আগত আরও ৮

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ১১:১৬ এএম

ঝড়ে গাছ ভেঙে ৯ জন নিহত, আগত আরও ৮

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে আশ্রয়কেন্দ্রের ওপর একটি বিশাল গাছ ভেঙে পড়ায় নয়জনের মৃত্যু হয়েছে। এতে আরও আটজন আহত হয়েছেন।

রবিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে প্রদেশের সোপ্পেং জেলার মাত্তাবুলু গ্রামের বুলু মাতানরে সাংস্কৃতিক অঞ্চলে এই ঝড় হয়। তীব্র বৃষ্টি ও ঝড়ো হাওয়া থেকে বাঁচতে ওই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন হতাহতরা।

সোপ্পেংয়ের পুলিশ প্রধান ইউসুফ উসমান বলেন, ‘বর্তমানে মৃতের সংখ্যা নয়জন এবং আহত হয়েছেন আটজন।’ আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে তিনি জানান।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন