গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৮৪ জন নিহত
উত্তর গাজার আবাসিক ভবনগুলোয় দুটি ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে। এতে অর্ধশতাধিক শিশুসহ ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক শত। গতকাল শুক্রবার এই হামলা হয় বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।
যুদ্ধবিরতির আলোচনার মধ্যে এই হামলা হলো।
গত বছর ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর এ পর্যন্ত কমপক্ষে ৪৩ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় এক লাখ দুই হাজার মানুষ আহত হয়েছে। গত বছর ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে আনুমানিক ১১৩৯ জন নিহত হয়েছিল এবং ২০০ জনের বেশি বন্দী হয়েছিল। সেই প্রতিশোধ নিতে ইসরায়েল বছর জুড়ে হামলা-হত্যা অব্যাহত রেখেছে।
এদিকে কয়েক সপ্তাহ ধরে লেবাননে হামলা-হত্যা চালাচ্ছে ইসরায়েল। এতে কমপক্ষে ২৮৯৭ জন নিহত এবং ১৩ হাজার ১৫০ জন আহত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৩০ জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, জেট ফাইটার ও দূরপাল্লার বোমারু বিমানসহ আরও সামরিক শক্তি মোতায়েন করবে বলে জানিয়েছে। সূত্র: আল জাজিরা