Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের মিসাইল ফ্যাক্টরিতে ইসরায়েলের বিমান হামলা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১১:০৩ এএম

ইরানের মিসাইল ফ্যাক্টরিতে ইসরায়েলের বিমান হামলা

আজ (26 অক্টোবর) ভোরের দিকে তেহরান এলাকায় একটি বিস্ফোরণের সাইট দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি চিত্র

ইরানের মিসাইল কারখানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তারা বলেছে, কয়েক মাস ধরে ইরানের ধারাবাহিক হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে।

হোয়াইট হাউজ বলছে, আত্মরক্ষার অংশ হিসেবে ইরানে এই হামলার অধিকার আছে ইসরায়েলের।

ইরানের এয়ার ডিফেন্স ফোর্স বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের কয়েকটি ঘাঁটিতে হামলা করেছে। এসব হামলা সাফল্যের সঙ্গে মোকাবেলা করা হয়েছে। তবে কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে বলে ইরানের ভাষ্য।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বিবৃতিতে বলেছে, হামলার পর তাদের বিমানগুলো নিরাপদে ফিরেছে।

 ইরানের গোয়েন্দা কর্মকর্তারা বলেছেণ, তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শব্দ শুনতে পেয়েছেন।

রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের হামলার সময় আকাশসীমা বন্ধ করে ইরান।

ইসরায়েল বিবৃতিতে বলেছে, “ইসরায়েল রাষ্ট্র ও জনগণের সুরক্ষার জন্য যা করা দরকার আমরা তাই করব।”

যুক্তরাষ্ট্র বলেছে, তাদের প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ইরান মাসখানেক আগেই ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপর থেকেই মূলত ইরানে ইসরায়েল হামলা করতে পারে বলে মনে করা হচ্ছিল। সূত্র: বিবিসি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন