রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী ও চীনের প্রেসিডেন্ট মুখোমুখি, কী বললেন তারা
রাশিয়ার কাজানে ব্রিকস শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নর্ন্দ্রে মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়েবসাইট
বছর চারেক আগে ভারতের লাদাখ সীমান্তে ভারত-চীন যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক নেমে গিয়েছিল তলানিতে। দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি বৈঠক করবেন সেই সম্ভাবনাও ছিল ক্ষীণ। কিন্তু ব্রিকস সম্মেলনের সুবাদে তারা রাশিয়ায় দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
বুধবার (২৩ অক্টোবর) রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে এই বৈঠক হয়।
বৈঠকে মোদি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি ভারত-চীন সম্পর্ক শুধু আমাদের দুই দেশের মানুষের জন্যই নয়, বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও প্রগতির জন্যও খুব গুরুত্বপূর্ণ।’
এরপর তিনি দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করেন, ‘সীমান্তে চার বছরে কিছু ইস্যু তৈরি হয়েছে। সেগুলোর ব্যাপারে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে আমরা তাকে স্বাগত জানাই। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা আমাদের অগ্রাধিকার হওয়া উচিত।’
তিনি বলেছেন, ‘আমাদের সম্পর্কের ভিত্তি হতে হবে পারস্পরিক আস্থা, পারস্পরিক মর্যাদা ও পারস্পরিক সংবেদনশীলতা।’
উভয় পক্ষ বৈঠকে ‘খোলা মনে’ কথাবার্তা বলবেন এবং ‘গঠনমূলক আলোচনা’ হবে বলে নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেন।
বৈঠকে শি জিনপিং বলেছেন, ‘পাঁচ বছর পরে আমরা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বসছি। শুধু আমাদের দুই দেশের মানুষ না, আন্তর্জাতিক বিশ্বও আমাদের এই বৈঠকের দিকে সতর্ক নজর রাখছে।’
শি বলেন, চীন ও ভারত উভয়ই পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলোর অন্যতম। আধুনিক বিশ্বের দুটি প্রধান উন্নয়নশীল দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উভয় দেশই তাদের আধুনিকায়নের একটা খুব গুরুত্বপূর্ণ পর্ব অতিক্রম করছে।
তিনি বলেছেন, দুই দেশ যদি তাদের ইতিহাসের ধারা ও দ্বিপাক্ষিক সম্পর্কের সঠিক দিশায় থাকতে পারে তাহলে তা উভয় দেশ ও উভয় দেশের মানুষের মৌলিক স্বার্থকে সবচেয়ে ভালভাবে রক্ষা করতে পারবে।
শি আরও বলেছেন, ‘আমাদের দুই দেশের মধ্যে যাতে যোগাযোগ ও সহযোগিতা বাড়ে, আমরা যাতে নিজেদের মধ্যেকার মতবিরোধ ও মতানৈক্য ঠিকমতো সামলাতে পারি এবং আমাদের পরস্পরের উন্নয়ন আকাঙ্ক্ষার বিকাশে সহায়তা করতে পারি সেটা খুব গুরুত্বপূর্ণ।’
তিনি বলেন, ‘ভারত ও চীন উভয়ের জন্যই আন্তর্জাতিক দায়িত্ব পালন করাটাও খুব জরুরি।’
এই দুই নেতা শেষবার বৈঠক করেছিলেন ব্রাসিলিয়াতে ২০১৯ সালের নভেম্বর ব্রিকস শীর্ষ সম্মেলনে। সেই সম্মেলন আয়োজন করেছিল ব্রাজিল। সূত্র: বিবিসি