Logo
Logo
×

আন্তর্জাতিক

১০০ বছরের প্রচেষ্টায় ম্যালেরিয়া থেকে মুক্ত হলো মিশর

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১১:৪৫ এএম

১০০ বছরের প্রচেষ্টায় ম্যালেরিয়া থেকে মুক্ত হলো মিশর

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) মিশরকে ম্যালেরিয়া-মুক্ত বলে ঘোষণা করেছে। এই আর্জনকে জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা হু "সত্যিই ঐতিহাসিক" বলে অভিহিত করেছে।

"ম্যালেরিয়া মিশরীয় সভ্যতার মতোই পুরনো, কিন্তু ফারাওদের জর্জরিত করা এই রোগটি এখন তার ইতিহাসের অন্তর্গত," বলেছেন হুর প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস।

মিশরীয় কর্তৃপক্ষ প্রায় ১০০ বছর আগে প্রাণঘাতী মশাবাহিত সংক্রামক রোগ ম্যালেরিয়া নির্মূল করার জন্য তাদের প্রথম প্রচেষ্টা শুরু করে।

ম্যালেরিয়া প্রতিবছর কমপক্ষে ৬ লাখ মানুষের প্রাণ নেয়। তাদের প্রায় সবাই আফ্রিকার।

রবিবার একটি বিবৃতিতে হু বলেছে, "প্রাচীনকাল থেকে দেশে বিদ্যমান একটি রোগের অবসান ঘটানোর প্রচেষ্টার জন্য "মিশরীয় সরকার এবং জনগণ" প্রশংসার যোগ্য।

বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোর পর মিশর হলো হু-স্বীকৃত পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রত্যয়িত তৃতীয় দেশ।

বিশ্বব্যাপী ৪৪টি দেশ ও একটি অঞ্চল এই মাইলফলক ছুঁয়েছে।

হু বলেছে, এটি "একটি নতুন পর্যায়ের সূচনা", মিশরকে তার ম্যালেরিয়া-মুক্ত অবস্থান সংরক্ষণের জন্য সতর্ক থাকতে হবে।

জাতিসংঘের জনস্বাস্থ্য সংস্থা বলেছে, মিশরে মানুষ ও মশার মধ্যে যোগাযোগ সীমিত করার প্রথম প্রচেষ্টা ১৯২৯-এর দশকে শুরু হয়েছিল। থখন দেশটি বাড়ির কাছাকাছি ধান চাষসহ সব ফসল উৎপাদন নিষিদ্ধ করেছিল।

ম্যালেরিয়া একটি জটিল পরজীবী দ্বারা সৃষ্ট হয় যা মশার কামড়ে ছড়ায়।

এখন কিছু জায়গায় ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে। তবে রোগ পর্যবেক্ষণ করা এবং মশার কামড় এড়ানো ম্যালেরিয়া প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। সূত্র : বিবিসি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন